ঘরের পর্দা নির্বাচনে সতর্কতা এবং করণীয়

ঘরের পর্দা নির্বাচনে সতর্কতা এবং করণীয়
ছবি : সংগৃহীত। ঘরের পর্দা নির্বাচনে সতর্কতা এবং করণীয়।

একটি ঘরের সৌন্দর্য অনেকাংশেই নির্ভর করে ঘরের পর্দার উপর। তাছাড়া পর্দার ধরন, রঙ, ডিজাইন নির্বাচন করতে পারাটাও আপনার রুচিশীলতার পরিচয় দেয়। আপনার ঘর হচ্ছে আপনার জন্য শান্তির ঠিকানা। সারাদিন এর কাজ শেষে ক্লান্তি ভেঙ্গে যখন ঘরে ফিরবেন তখন যেন ঘরের পরিবেশ দেখেই আপনার ক্লান্তি দূর হয়ে যায় এমনি তো একটি শান্তির নীড় চাই। তাই নয় কি? তাই বাছাই করতে হবে ঘরের জন্য মানানসই পর্দা।

মনে রাখবেন পর্দা নির্বাচনে অবহেলার কারনে আপনার অনেক সুন্দর সাজানো ঘরটা যেমন দৃষ্টিকটু হয়ে যেতে পারে তেমনি যদি একটু সময় করে বুদ্ধি খাটিয়ে মানানসই পর্দা নির্বাচন করেন তাহলে আপনার সাধারণ ঘরটি আরও অসাধারণ হয়ে উঠতে পারে। অনেকেই সঠিক পর্দা বাছাই করতে পারেন না ঘরের জন্য। আমরা আজকে আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার ঘরের জন্য সঠিক পর্দা বাছাই করতে পারবেন। কিছু কৌশল অবলম্বন করলে আপনিও হতে পারেন পর্দা বাছাইয়ের ব্যাপারে পারদর্শী।

  • সৌন্দর্যের ক্ষেত্রে ঘরের দেয়ালের রঙ আর পর্দার রঙের মধ্যে রয়েছে গভীর যোগসূত্র। হালকা রঙের দেয়ালে গাড় রঙের পর্দা বেশি মানায় আর গাড় রঙের দেয়ালের ক্ষেত্রে হালকা রঙের পর্দা মানানসই।
  • আপনার ঘরে শান্ত ও নিরিবিলি পরিবেশ বজায় রাখতে হালকা রঙের পর্দা বাছাই করুন। হালকা পর্দা ছোট ঘরকে বড় দেখায়।
  • ছোট ঘরের ক্ষেত্রে কখনোই লম্বা পর্দা কিনবেন না। একটু খাটো পর্দা নির্বাচন করুন। এতে আপনার ঘর বড় দেখাবে।
  • বাচ্চাদের ঘরের জন্য সবসময় উজ্জ্বল ও গাড় রঙের পর্দা নির্বাচন করুন।
  • আপনার ঘর ছোট হলে বড় প্রিন্টের পর্দা এবং ডাবল লেয়ারের পর্দা একদমই ব্যবহার করবেন না। লম্বা লম্বি প্রিন্টের পর্দা ব্যবহার করুন এতে ঘর বড় দেখাবে।
  • শীতকালের জন্য একটু মোটা কাপড়ের পর্দা নির্বাচন করুন।
  • শীতকালের পর্দা সিনথেটিক কাপড়ের বা কৃত্রিম বয়ন তন্তু দিয়ে তৈরি হলে সবচেয়ে বেশি উপযোগী হয়। আর গ্রীষ্মকালের পর্দা সুতি হলে ভালো হয়।
  • শোবার ঘরের জন্য হালকা ও স্নিগ্ধ রঙের পর্দা নির্বাচন করুন। খেয়াল রাখুন যেন পর্দা একটু ভারী হয়। সূর্যের আলো নিয়ন্ত্রণে যাতে সুবিধা হয়।
  • বসার ঘরের জন্য গাড় রঙের বাহারি ডিজাইনের পর্দা ব্যবহার করুন।
  • একই রকম পর্দা পুরো বাড়ীতে ব্যবহার করবেন না। এটা আগেকার ফ্যাশন ছিল। ঘরের ধরণ আর আকার এর সাথে মানানসই পর্দা ব্যবহার করুন।
  • আপনার ধুতে সুবিধা হয় অবশ্যই এমন পর্দা নির্বাচন করুন। ফ্যাশনেবল কিন্তু আপনার পর্দায় ময়লা এতে আরও দৃষ্টিকটু দেখায়।

সতর্ক থাকুন আপনার ঘরের পর্দা নির্বাচনে। আপনার একটু বুদ্ধিমত্তায় আপনার ঘর হয়ে উঠবে অপূর্ব শান্তির নীড়।